ডা. আজাদ খান,
জামালপুর জেলা প্রতিনিধি,
তাং ১১/০৮/২০২২ খ্রি.
জামালপুরে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কৃষি কর্মকর্তার নাম মো. নুরুজ্জামান (৫৪)।
তিনি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে কর্মরত।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, সদর উপজেলার অনন্তবাড়ি গ্রামে উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামানের তিনতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন এক রিকশা চালকের পরিবার। বাড়ির মালিক নুরুজ্জামানের স্ত্রী সন্তান ময়মনসিংহ শহরে থাকায় তাকে বিভিন্ন সময় রান্না করে দিতেন ওই গৃহবধূ। গত ১৪ মাস ধরে ভাড়ায় থাকা ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেছেন তিনি। সর্বশেষ গত ৭ আগস্টও ধর্ষণের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, বুধবার (১০ আগস্ট) দুপুরে বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুনরায় ধর্ষণের চেষ্টা চালালে ওই গৃহবধূ ৯৯৯-এ ফোন দেন। পরে বুধবার রাত সাড়ে আটটায় তাকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।
তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ধর্ষিতা ঐ গৃহবধূ।