মিজানুর রহমান
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহান উদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ নাহিদ স্কুল বিরতির পর বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবু নোমান জানান, নাহিদ ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়ন এর মফিজুল ইসলামের ছেলে। বোরহানউদ্দিনে খালার বাসায় থেকে আমার বিদ্যালয়ে লেখাপড়া করতো।সোমবার স্কুল বিরতিকালীন সময়ে ( লেইজার পিরিয়ড) সাইকেল যোগে দুপুরের খাবার খেতে যাচ্ছিল। এ সময় ভোলা থেকে চরফ্যাশনগামী সেভেন স্টার নামক যাত্রীবাহি বাসটি তাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন নাহিদ। আহত নাহিদ কে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন, ভোলা সদর হসপিটালের চিকিৎসকগণ তাকে বরিশালে রেফার করলে, বরিশাল যাওয়ার পথেই নাহিদ মৃত্যু বরন করেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ফকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন। ঘাতক বাসটি আটক আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সকল কার্যক্রম অব্যাহত আছে। অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।