মীর শাহাদাৎ হোসাইন,পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া বাজারে আজ ২৩শে আগষ্ঠ মঙ্গলবার উপজেলার নাকালিয়া বাজারে ফুটপাত দক্ষল করে অবৈধভাবে গাছ রাখায় রাস্তায় যানচলাচল অসুবিধার কারনে এবং করাতকল আইন অমান্য করে, নির্দিষ্ট সময় না মেনে, লাইসেন্স ব্যাতিত অবৈধভাবে করাতকল পরিচালনা করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় লাইসেন্স ব্যাতিত অবৈধভাবে করাতকল পরিচালনা করার অপরাধে ০৪টি করাতকলে অভিজান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। লাইসেন্স ব্যাতিত অবৈধভাবে করাতকল পরিচালনা করে ০৪ টি মামলায় জনাব মোঃ আবুল কাশেম, মোঃ বুলবুল, মোঃ আনিস ও মোঃ মিকাইল কে ৪০ হাজার (চল্লিশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেড়া উপজেলা প্রশাসন।