মীর শাহাদাৎ হোসাইন,পাবনা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ ২১শে জুলাই ২০২২ তারিখ সমগ্রদেশে ২৬,২২৯টি ঘর হস্তান্তর করেন মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে পাবনা বেড়া উপজেলায় ,প্রতিবন্ধি, বিধবাসহ ১২০জন অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে তাদের ঘরের দলিল হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বেড়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাঃ সবুর আলী, বেড়া পৌরসভার মেয়র এ্যাড. আসিফ শামস্ রঞ্জন, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাহ উল হক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উক্ত ঘর প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত মেয়র,সহকারী কমিশনার ভূমি, ওসি,চ্যেয়ারম্যানগণ, সাংবাদিক,সুধীজন সহ উপকারভোগী। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বেড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী সম্মিলিত ভাবে কাজ করে চলেছেন।এই উপজেলার প্রত্যেকটি মানুষ যেন নিজ ঘরে থাকতে পারে সেটি নিশ্চিত করণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।