কামাল হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বেনাপোল বড় আচঁড়া গ্রামের ঈদ-গাহে্র সামনে মেইন রোড হতে ১৫০ বোতল ফেন্সিডিল এবং ইজিবাইকসহ রাশেদ আলী (২৪) এক জনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
১৬ জুলাই শনিবার /২২ রাত ৯ টার সময় এ মাদক চালান আটক করে। আটক রাশেদ বেনাপোল নারায়ন পুর গ্রামের মৃতঃ ইউনুছ হাওলাদার ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), এর নির্দেশক্রমে মাদক মুক্ত দেশ গড়তে পোর্ট থানা পুলিশের অভিযানে বড় আচঁড়া গ্রামের ঈদ-গাহ সামনে মেইন রাস্তার উপর হতে একটি ইজিবাইক ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ আসামী রাশেদ আলী (২৪) একজনকে আটক করি। তাকে মাদক আইনে মামলা দিয়ে আগামী কাল কোট হাজতে প্রেরন করা হবে।