1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বেনাপোলে পুলিশের অভিযানে ১৪জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক - Barta24TV.com
সকাল ১০:৪৩, রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে পুলিশের অভিযানে ১৪জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২
  • 216 Time View

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের বেনাপোলে ১৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের রাজ্জাক এর ছেলে শরিফুল ইসলাম, শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে মো. আনোয়ার ওরফে আনার, দক্ষিন বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম, মৃত জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ভবারবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা, বারপোতা গ্রামের নওশের হোসেনের ছেলে নেওয়াজ শরীফ, দিঘীরপাড় গ্রামের আজগর সরদারের ছেলে মো. জসিম সরদার, একই গ্রামের মৃত আবদার সরদারের ছেলে মো. আজগর সরদার, ভবারবেড় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী রোমেছা পারভীন, শিকড়ী গ্রামের কামাল এর ছেলে মিকাইল হোসেন, মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান, আমড়াখালী গ্রামের আজগর আলীর ছেলে মোস্তাক হোসেন, সুন্তাজ আলীর ছেলে শফি মেম্বার ও হবিবার রহমানের ছেলে মো. আলামিন হোসেন।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিদের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category