সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলাস্থ শ্যামবাড়ীর হা: ক্বারী জাকারিয়া বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন। এমতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার একঝাঁক হাফেজে কুরআন তাঁর সহযোগিতায় এগিয়ে আসেন। এবং পরিচিত ব্যক্তিবর্গদের থেকে উনারা তাঁর চিকিৎসা বাবদ সর্বমোট ৭ লক্ষ ১১ হাজার ৯শত ৫৭ টাকা
ব্যবস্থা করে দিয়েছেন।
এ টাকা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার মুহতামিম মুফতি মুবারকুল্লাহ ও শায়খ সাজিদুর রহমান সাহেব দা:বা: এর উপস্থিতিতে তাঁর পরিবার ও এলাকার জনপ্রতিনিধির উপস্থিতে তাঁর কাছে হস্তান্তর করা হয়।
এসময় মুফতি আমীর হামজা লিখিত বক্তব্য পাঠে বলেন, হাফেজ কারী জাকারিয়া মায়েস্থেনিয়া গ্রেভিস নামক একটি বিরল রোগে আক্রান্ত৷ ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ এর পক্ষ থেকে মুফতী আমির হামজা একটি ফেসবুকে পোস্ট করেন তার চিকিৎসার সহযোগিতা চেয়ে ,তারই পরিপ্রেক্ষিতে দেশ ও প্রবাস থেকে বিভিন্ন মানুষ মানবিক ডাকে সাড়া দিয়ে সহযোগিতা করেন৷ সর্বমোট অনুদান পাওয়া যায় ৭ লক্ষ ১১ হাজার ৯শত ৫৭ টাকা যার মধ্যে চিকিৎসা বাবদ, ইন্ডিয়া যাতায়াতের জন্য ২টি পাসপোর্ট বানানো সহ বিভিন্ন খাতে খরচ হয় মোট ২ লক্ষ ৬১ হাজার ৭৫টাকা।
লিখিত খরচ তার হাতে দেয়া হয়েছে। খরচ করার পর সর্বমোট অবশিষ্ট ৫ লক্ষ ৫ হাজার ৭শত ৮২ টাকা তাঁর হাতে তাঁর পরিবার, স্থানীয় মেম্বার ও ব্রাহ্মণবাড়িয়ার একঝাঁক উলামায়ে কেরাম এর উপস্থিতিতে সম্পূর্ণ টাকা হস্তান্তর করা হয়।
দেশ বিদেশ থেকে অনুদানকৃত অর্থ দিয়ে হাফেজ জাকারিয়াকে উন্নত চিকিৎসা দিতে স্থানীয় হাফেজ আলেমদের সমন্বয় করে চিকিৎসা টিম গঠন করা হয়, চিকিৎসা টিমের পরামর্শ অনুযায়ী তাকে ইন্ডিয়া নেওয়ার সিদ্ধান্ত করে ২টি পাসপোর্ট করে ভিসার আবেদন করা হয়,কিন্তু হাফেজ জাকারিয়ার গাফিলতির কারনে ভিসার আবেদন কেন্সেল হয়ে যায়৷ পরবর্তীতে বাংলাদেশে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷
চিকিৎসা টিমে যারা ছিলেন, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী,।হাফেজ ক্বারী আবু ইউসুফ উবাইদি, মাওলানা তোফায়েল আহমেদ নুমান, হাফেজ মাওলানা ক্বারী সফিক আজিজী, মুফতি আমির হামজা, হাফেজ মাওলানা আব্দুল্লাহ কাফী, হাফেজ মাওলানা ইফতিখার জামীল ও মাওলানা আশরাফ আল মাহমুদ ৷