বিএসকেকেএস অনুর্ধ্ব-১৫ একাডেমী কাপ-২০২২ টুর্নামেন্টের লটারি অনুষ্ঠিত।
মো. সোহাগ মিয়া গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি বাংলাদেশ শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতি,বাংলাদেশ কতৃক আয়োজিত পল্লী বাংলা টিভি বিএসকেকেএস অনুর্ধ্ব-১৫ একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টের লটারি পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ সফুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় কক্ষে লটারি পর্ব অনুষ্ঠিত হয়। লটারি পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি গাজী মো. সেলিম। এ টুর্নামেন্টে ৮ বিভাগের ৮ দলসহ মোট ১২ দলের অংশগ্রহণে খেলা গড়াবে আগামী ১৫ নভেম্বরে। লটারি পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকিয়া আলী ভুঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা ও কুড়িগ্রাম জারা ক্রীড়া নগরী ফুটবলের জমিদার বাড়ীর মহা পরিচালক জালাল হোসেন লাইজু, নারায়ণগঞ্জ জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা ফিরোজুল ইসলাম মিন্টু, রাজবাড়ী জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক মো. সাজ্জাদ হোসেন, রাজবাড়ী জেলা বাংলাদেশ শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রধান কোচ মো. আলমগীর হোসেন, চট্টগ্রাম জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম , সিরাজগঞ্জ জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম আকাশ প্রমুখসহ অন্যান্য জেলা কমিটির কর্মকর্তাবৃন্দ।