মীর শাহাদাৎ হোসাইন, পাবনা জেলা প্রতিনিধিঃ আজ ২২ই আগষ্ট সোমবার পাবনা বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র জনাব এ্যাডঃ আসিফ শামস্ রঞ্জন কতৃক এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত এ বিক্ষোভ মিছিল নিয়ে বেড়া পৌরসভা ও বেড়া’র সকল ইউনিয়নের নেতাকর্মী নিয়ে পৌরসভার বিভিন্ন গলিতে বিএনপি জামাত সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল প্রদর্শন করেন।
বেড়া পৌর মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব
এ্যাডঃআসিফ শামস্ রঞ্জন বলেছেন শোকের মাসে বি এন পির কোন কর্মসূচি করতে দেওয়া হবে না। আমরা এবার সতর্ক করলাম। এরপর কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ভাবে জবাব দেওয়া হবে। সাঁথিয়া-বেড়ার প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ। তারা যে কোন আন্দোলন সংগ্রামে ঐক্য, কারণ আওয়ামী লীগের জন্মই রাজপথে এবং আগামী দিনে সব কিছুর জবাব রাজপথেই দেওয়া হবে বলে জানান।