1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রান গেলো ৪ জনের। - Barta24TV.com
দুপুর ২:৫৫, শনিবার, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রান গেলো ৪ জনের।

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৫, ২০২২
  • 303 Time View

সাহ্জাদা রনি, স্টাফ রিপোর্টার।

রাজধানীর উত্তরায় ভেঙ্গে পরেছে বিআরটি প্রকল্পের একটি গার্ডার, এতে চাপা পড়ে প্রাইভেট কারের ড্রাইভার সহ ৩ কন যাত্রী নিহত হন।আহত হয়েছেন আরো অন্তত ২ জন। উদ্ধার কাজ চলছে।

পুলিশের উত্তরা অঞ্চলের ডিসি মোরশেদ আলম জানান,দূর্ঘটনার সময় সেই পথ দিয়ে যাওয়া একরি ব্যক্তিগত গাড়ির উপর বিআরটি এর গার্ডারটি ধসে পড়ে। গাড়িতে থাকা ড্রাইভার সহ ৩ জন সঙ্গে সঙ্গেই মারা যান এবং আহত হয়েছেন ২ জন।

ঘটনাস্থলে থাকা একজন যাত্রী জানান, আমি একটু পিছনেই ছিলাম। মুহূর্তে মধ্যেই যে কি হয়ে গেলো, দেখলাম মুহূর্তের মধ্যেই উপরে পড়ে গেলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category