সাহ্জাদা রনি, স্টাফ রিপোর্টার।
রাজধানীর উত্তরায় ভেঙ্গে পরেছে বিআরটি প্রকল্পের একটি গার্ডার, এতে চাপা পড়ে প্রাইভেট কারের ড্রাইভার সহ ৩ কন যাত্রী নিহত হন।আহত হয়েছেন আরো অন্তত ২ জন। উদ্ধার কাজ চলছে।
পুলিশের উত্তরা অঞ্চলের ডিসি মোরশেদ আলম জানান,দূর্ঘটনার সময় সেই পথ দিয়ে যাওয়া একরি ব্যক্তিগত গাড়ির উপর বিআরটি এর গার্ডারটি ধসে পড়ে। গাড়িতে থাকা ড্রাইভার সহ ৩ জন সঙ্গে সঙ্গেই মারা যান এবং আহত হয়েছেন ২ জন।
ঘটনাস্থলে থাকা একজন যাত্রী জানান, আমি একটু পিছনেই ছিলাম। মুহূর্তে মধ্যেই যে কি হয়ে গেলো, দেখলাম মুহূর্তের মধ্যেই উপরে পড়ে গেলো।