মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ মে ২০২২ সোমবার বিকাল ৪.০০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা জাসাস এর সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি,র সভাপতি আলহাজ্ব এ্যাড. মো. সৈয়দ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি.এম মাহবুবর রহমান, সহ-সভাপতি আইয়ুব আলী খাঁন, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দল এর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী প্রমুখ।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মো. হাসান আলী।