1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন– পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন - Barta24TV.com
দুপুর ১:৫৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন– পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২
  • 120 Time View

 মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আলোচিত ভানোর ইউনিয়নের মৎসজীবীলীগের নেতা শাকিল আহম্মেদ হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন -ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাটে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন ও স্বাক্ষীদের সাথে কথা বলেন। হত্যাকান্ডের ঘটনাস্থল ও স্বাক্ষীদের জিজ্ঞাসা শেষে সাংবাদিকদের বলেন, শাকিল হত্যাকান্ডের প্রকৃত জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরো বলেন, বাদীর বক্তব্য শুনেছি। যিনি ভিডিও করেছেন তার কথাও শুনেছি। আসামীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মামলার বাদী শাকিলের বড় ভাই সাঈদ বলেন, এসপি স্যার এসেছিলেন। যারা যারা এজাহারে স্বাক্ষী আছে তাদের জিজ্ঞাসা করেছেন। শাকিল হত্যার বিচারে ওনি কোন রকম ছাড় দিবেন না তিনি আশ্বস্ত করেছেন। এসপির বক্তব্যে মামলার বাদী খুশি এবং এলাকাবাসী আশ্বস্ত হয়েছেন বলে, মামলার বাদী জানান। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাট জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় আলোচনার সময় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক ইমাম বক্তব্য প্রদান করিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ সেপ্টেম্বর সংঘর্ষ হয়। সংঘর্ষে ভানোর ইউনিয়ন মৎসজীবীলীগের সভাপতি শাকিল আহম্মেদ গুরুত্বর আহত হলে দিনাজপুর এম রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ সেপ্টেম্বর ভোরে মারা যায়। এ ঘটনায় শাকিলের বড় ভাই আবু সাঈদ সহ ৫ জন আহত হয়। গত ৩ সেপ্টেম্বর রাতে বালিয়াডাঙ্গী থানায় আবু সাঈদ বাদী হয়ে ভানোর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ ২০ জনকে আসামী করে একটি মারপিটের মামলা করে। পরবর্তীতে শাকিল মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল মোহাম্মদপুর ও সাভার এলাকা থেকে ৪ জন আসামীকে আটক করে র‌্যাব -১০। পরে গত ১২ সেপ্টেম্বর সকালে ঢাকা হতে আটককৃতদের বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ১৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category