1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনওর নম্বর ক্লোন, ফোন করে চাঁদা দাবি - Barta24TV.com
সকাল ৬:১২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনওর নম্বর ক্লোন, ফোন করে চাঁদা দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২
  • 247 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ঐ বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) ইউএনও বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও আইডিতে এ বিষয়ে একটি সতর্কীকরণ পোষ্ট করেছেন তিনি। সেই পোস্টে বলা হয়েছে, কিছু প্রতারক ও অসাধু চক্র বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের অফিশিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে সেই নাম্বার থেকে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে ফোন করছে এবং বিভিন্ন কারণ দেখিয়ে টাকা দাবী করছে। ইউএনও বা তাঁর পক্ষে কখনোই ফোন করে কিংবা অন্য কোনভাবে কারও নিকট টাকা দাবী করা কিংবা চাওয়া হয় না। তাই ই্উএনও’র পক্ষ থেকে কেউ স্বশরীরে বা মোবাইলে টাকা চাইলে দয়া করে কাউকে কোন টাকা দিবেন না। ইউএনও বিপুল কুমার বলেন, আমার মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। ঘটনাটি খুবই বিব্রতকর। তিনি আরও জানান, মোবাইল নাম্বার ক্লোন করার বিষয়টি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে। তাই সকলকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ করেন এবং টাকা চাওয়ার কোন ঘটনা জানতে পারলে তাৎক্ষণিকভাবে তাকে বা থানায় জানানোর জন্যও অনুরোধও করেন তিনি। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। এটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category