ডাবলিন থেকেঃ ইকবাল আহাম্মদ লিটন: গত ৪ঠা অক্টোবর বিকাল ৪ ঘটিকায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রেড কাউ হোটেলের লাউন্জে বাংলাদেশীদের সংগঠন ” বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন” এর নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপত্বি করেন জহিরুল ইসলাম জহির এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ডাঃ জিন্নুরাইন জাগিরদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন বীর মুক্তি যোদ্ধা সায়দূর রহমান ও শামসুল হক ,,সাবেক চীফ ইলেকশন কমিশনার ,ইকবাল আহাম্মেদ লিটন, হামিদুর নাসির,ডা: নাসিম। এসময় শুভেচ্ছা বক্তব্য দেন জাকারিয়া প্রধান।অনুষ্টানের উপস্থিতিদের মধ্য থেকে বক্তব্য দেন জালাল আহমেদ ভুইয়া,রফিকুল ইসলাম,শাহীন মিয়া, আরিফ আশিক,শিবলী ভাই,সালেহীন সহ আরো অনেকে। ডাবলিনের বাহিরের দুই কাউন্টি থেকেও দুইজন অতিথি এসেছিলেন কার্লো থেকে রাজিবুল হক গালিব ও নাভান থেকে মোশাররফ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত,গীতাপাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ঐক্যবদ্ধ হয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডাবলিনে একটি কমিটি করার ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেন।