বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ)এর নোয়াখালী জেলার চাটখিল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২৬ নভেম্বর(শনিবার)শান্তিপূর্ণ ভাবে চাটখিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়। সরেজমিন প্রতিবেদনে জানা যায়,ব্যপক নিরপেক্ষতা ও নিরাপত্তা এবং প্রশাসনের কড়া নজরদারীর মধ্য দিয়ে ব্যালটের মাধ্যমে সকাল ১০ টা থেকে ভোট গ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জনাব মোঃ মোরশেদ আলম শিক্ষক সভাপতি,ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষক জনাব মোঃ আবদুল হাই সম্পাদক এবং হীরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।ভোট মোট ভোটার সংখ্যা ছিল ৩১২ জন। মোট ১৭ টি পদে নির্বাচিত প্রতিনিধি গন হলেনঃ সভাপতি ( ১ জন) – মোঃ মোরশেদ আলম, সহ- সভাপতি(৫জন) জয়ন্ত কুমার চক্রবর্তী, মোঃ ইকবাল হোসেন, এ এস এম আবদুর রহিম, মোঃ মোশাররফ হোসেন ও নাজমা আক্তার, সম্পাদক ( ১ জন) – মোঃ আবদুল হাই , যুগ্ন সম্পাদক( ১ জন) – মোঃ দেলোয়ার হোসেন , কোষাধ্যক্ষ ( ১ জন) মোহাম্মদ জসীম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক ( ১ জন) – মোঃ সেকান্দর , দপ্তর সম্পাদক ( ১ জন) – মোঃ শাহাদাত হোসেন, প্রচার ও প্রাকাশনা সম্পাদক( ১ জন) – মোঃ জহিরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক( ১ জন) – মোঃ আহসান , শিক্ষা ও গবেষনা সম্পাদক( ১ জন)- খালেদ সাইফুল্লাহ , মহিলা সম্পাদিকা ( ১ জন) – সাহেলা পারভীন । এদিকে নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী-১ আাসনের এম পি আলহাজ্ব এইচ. এম ইব্রাহিম ।