বরগুনা জেলা প্রতিনিধি: মো সরোয়ার
বরগুনা জেলার চাঞ্চল্যকর আলেয়া হত্যা মামলার আসামী গ্রেফতার,
আলামত উদ্ধার ও বিজ্ঞ আদালতে আসামীর স্বীকারোক্তি প্রদান।
গত ০৬/০৯/২২ ইং সকাল অনুমান ১০ঃ৩০ ঘটিকার সময় বামনা থানাধীন বড় তালেশের পাকা রাস্তার উপর হইতে অফিসার ইনচার্জ, ডিবি এর নেতৃত্বে ডিবি পুলিশের ৪/৫ জনের একটি চৌকশ দল চাঞ্চল্যকর আলেয়া হত্যা মামলার আসামী মোঃ নান্টু হাং @ নুর মোহাম্মাদ (৪০), পিতা- মৃত কাঞ্চন আলী হাং, সাং- বড় তালেশের, থানা- বামনা, জেলা বরগুনাকে গ্রেফতার করে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামীর প্রদত্ত তথ্যমতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়।
গত ১৮/০৭/২০২২ ইং তারিখ বিকাল অনুমান ০৪ঃ৩০ ঘটিকার সময় ভিকটিম আলেয়া বেগম (৬০) তাহার বসতবাড়ীর পার্শ্ববর্তী ওয়াবদা রাস্তায় ছাগল চড়ানোর সময় গ্রেফতারকৃত আসামীর দেওয়া কু-প্রস্তাবে রাজী না হওয়ায় আসামি ভিকটিমকে পানিতে ডুবিয়ে হত্যা করতঃ লাশ আড়াল করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডটি সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে দ্রুত মামলা রুজুর পরপরই বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ আব্দুস সালাম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস এম তারেক রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ মোশারফ হোসেন হত্যাকাণ্ডের সাথে জড়িত উল্লেখিত আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের বর্ননা দিয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।