1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ফরিদপুরে বঙ্গমাতার জন্মদিনে মহিলা লীগের আলোচনা সভা - Barta24TV.com
বিকাল ৩:০৬, শনিবার, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে বঙ্গমাতার জন্মদিনে মহিলা লীগের আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২
  • 157 Time View

ফরিদপুর প্রতিনিধিঃ জাকির হোসেন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
“মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার বিকেলে শহরের আলীপুরস্থ শেখ রাসেল চত্বরে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারা বেগম, বিশিষ্ট সমাজসেবক ও জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কাজী আবদুস সোবহান, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সভাপতি মনিরুল হাসান মিঠু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আশরাফ পিয়ার, জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির, কৃষক লীগের আহবায়ক প্রদিপ কুমার দাস লক্ষন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা মেহেবী।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category