তৈয়ব উল্লাহ সিকদার বাবু কক্সবাজার জেলা প্রতিনিধিি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে প্রেমে বাঁধা দেয়ায় মায়ের সাথে অভিমান করে মোহাম্মদ ফাহিম (১৬) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। নিহত মোহাম্মদ ফাহিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছাতি পাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে ২৯ সেপ্টেম্বর বিষপান করলেও চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৪ অক্টোবর) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে দিবাগত রাতে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত দাফনের প্রক্রিয়া চলছে জালালাবাদে স্থানীয় ইউপি সদস্য সাইফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।