প্রাথমিক বিদ্যালয়’র ভবন যেন ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় পরিণত
পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলার সুজানগর উপজেলার চলনাচরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভবন যেন ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় পরিণত হয়েছে।বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের অতি উৎসাহী সমর্থকরা ওই বিদ্যালয় কর্তৃপক্ষের তোয়াক্কা না করে বিদ্যালয় ভবনের বেশ কিছু অংশ জুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা টাঙ্গিয়ে রেখেছে। এতে একদিকে বিদ্যালয় ভবনের সৌন্দর্য নষ্ট হয়েছে, অন্যদিকে অন্য রাষ্ট্রের পতাকা বাংলাদেশের একটি বিদ্যালয় ভবন জুড়ে টাঙ্গিয়ে রাখায় সরকারের প্রচলিত আইন ভঙ্গ হয়েছে। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনসুর আলী বলেন স্থানীয় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা বিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয় ভবনের কিছু অংশ দখল করে ওই পতাকা টাঙ্গিয়েছে। তবে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষকে অবহিত করা হবে।