হাসান মাহমুদ,কুড়িগ্রাম জেলা বিশেষ প্রতিনিধি।
১৫ই আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার অন্তর্গত চর রাজিবপুর উপজেলা কর্তৃক আয়োজিত শোক সভা ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন
২৮ কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব জাকির হোসেন,এমপি মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।
তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান কালে ১৫ই আগস্টে নিহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বর্তমান বাংলাদেশ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো তুলে ধরেন। বক্তব্যর এক পর্যায় তিনি ভুল বশত একটি বাক্য উচ্চারণ করেন যে, আমরা বঙ্গবন্ধুর জন্য সবাই দোয়া করবো আল্লাহ যেন তাকে “জাহান্নামের” ভালো স্থানে জায়গা দান করেন জান্নাত কথাটি বলতে “স্লিপ অব টাং” “জাহান্নাম” বলে ফেলেন। কিন্তু তাৎক্ষণিক ভাবে তিনি তার কথাটি সংশোধন করে পুনঃরায় জান্নাতের কথাটিই বলেন। তিনি ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ভুল বশত কথাটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এছাড়াও বিষয়টি নিয়ে কেউ যাতে মিথ্যা বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে এই জন্য স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) সম্পন্ন করেন।