গত ১৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখে,জাতীয় পত্রিকা “আমাদের সময় ও স্থানীয় পত্রিকা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন” অনলাইন পত্রিকা সহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ এর শিরোনামে”দুস্থদের জন্য সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস গেল কার ঘরে “সংবাদটি প্রকাশ করা হয়। উল্লেখ্য যে,মেলান্দহ উপজেলায় মাত্র ৩০ টি কার্টুন দুম্বার মাংস সরকারিভাবে বরাদ্দ পাওয়া হয়। মেলান্দহ উপজেলাধীন ১১ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা সহ বিভিন্ন মাদ্রাসা এতিমখানা রয়েছে। বরাদ্দকৃত মাত্র ৩০ কার্টন দুম্বার মাংস উল্লেখিত ১১টি ইউনিয়ন পরিষদ, ২টি পৌরসভা সহ কিছু মাদ্রাসা ও এতিমখানায় বন্টন করে দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন ছিল শতাধিক কার্টন দুম্বার মাংস। নাম প্রকাশে অনিচ্ছুক কে বা কাহারা সাংবাদিকদের উল্টাপাল্টা ভুল তথ্য দিয়ে উপজেলা পরিষদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায়। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন বলে নিন্দা ও প্রতিবাদ করছি।
চেয়ারম্যান
পক্ষে,
উপজেলা পরিষদ
মেলান্দহ,জামালপুর ।