পশ্চিম বাংলা ব্যুরোঃ দেবাশীষ রায়
আজ সকালে পাওয়া খবর অনুযায়ী চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পোষ্ট ( বুড়িমারি রেল স্টেশন ) লাগোয়া ময়নাগুড়ি অঞ্চলে তীর্থ যাত্রী দের একটি পিক আপ ভ্যানে ( মিনি ট্রাক ) করে ২৭ জনের একটি দল যাচ্ছিল কাছেই জল্পেশ শিব মন্দিরে । প্রসঙ্গত উল্লেখ থাকে যে শ্রাবন মাসে সনাতনী দের একটা প্রথা আছে শিব ঠাকুরের শিলাখন্ডে জল ঢালতে যাওয়া ।
সেই সময় গাড়িতে জেনারেটর চালিয়ে নাকি বেশী আওয়াজে বিভিন্ন ভক্তিমুলক ও অন্যান্য গান বাজানো হচ্ছিল । সেই জেনারেটরের লাইন থেকেই শর্ট সার্কিট হয়ে ১০/১১ জন মানুষ অচৈতন্য হয়ে পড়েন । চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডিউটিরত দাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন । পিক আপ চালক পলাতক ।