পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় মিনি কক্সবাজার হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া পদ্মা নদীর পাড়ে এবার নির্মাণ করা হচ্ছে আধুনীক প্রযুক্তি সম্পন্ন দৃষ্টিনন্দন বীর মুক্তিযোদ্ধা ভাসমান রেস্টুরেন্ট। পদ্মাপাড়ে ঘুরতে আসা পর্যটকদের একটু আয়েশ করে বসা এবং রুচিসম্মত খাবার খাওয়া তথা পদ্মা নদীর ঢেউয়ের তালে তালে ভেসে বেড়ানোর সুবিধার্থে ব্যতিক্রম এই রেস্টুরেন্ট নির্মাণ করা হচ্ছে। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাতবাড়ীয়ার ফকিৎপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক শীকদারের ছেলে ফারুক শীকদার জানান, প্রায় ৬০ হাত দৈর্ঘ্য এবং ১৪ হাত প্রস্থ আধুনীক ওই রেস্টুরেন্টে একসাথে অর্ধশত পর্যটক খেতে পারবেন। আর তাদের খাবারের মেনু হিসেবে থাকবে কাচ্চি বিরানী, রুচিসম্মত বিভিন্ন ধরনের ফাস্টফুড এবং লাচ্ছি ও কপি। পর্যটকদের সুবিধা অনুযায়ী রেস্টুরেন্টি পদ্মাপাড়ের যেকোনো মনোরম স্থানে নিয়ে যাওয়া যাবে। তাছাড়া রেস্টুরেন্টটিতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য থাকবে দু’টি শক্তিশালী আইপিএস। বিদ্যুৎ না থাকলেও রেস্টুরেন্টটি সব সময় আলোকিত থাকবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রেস্টুরেন্টটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে স্বত্বাধিকারী ফারুক শিকদার জানান।