পাবনা প্রতিনিধিঃ পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী’র নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য ওসি ডিবি মুহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে, এসআই মোঃ মনারুল ইসলাম, এসআই তানভীর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোয়েন্দা শাখা,পাবনার অভিযানিক দল ০৯ই সেপ্টেম্বর শুক্রবার পাবনা জেলার সদর থানাধীন চড় শাহাদিয়ার (জমতলা) গ্রামের মোঃ ফরজ হাজীর বাঁশ বাগানের পূর্ব পাশে কাচা রাস্তার উপর হইতে বিকাল ৫ঃ৩০ ঘটিকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। গ্রফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মোঃ মিজানুর রহমান(২৬), পিতা-মোঃ আমছার আলী প্রামানিক,মাতা-মৃতা-নুরজাহান বেগম, গ্রাম-চড় শাহাদিয়ার (জামতালা), থানা-পাবনা সদর, জেলা-পাবনা। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।