নিজস্ব প্রতিনিধিঃ
আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন ২০২২ তারিখে সকাল ১০ টায়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঔই দিন জনসাধারনের জন্য সেতু উন্মুক্ত করে দিবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
শুধু দক্ষিণবঙ্গ নয় সমগ্র বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে পদ্মা সেতু। পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে। চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১ দশমিক ২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।