রাজশাহী প্রতিনিধিঃ
আজ ২৫ জুন ২০২২ বাঙালী জাতির আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক। সকাল ৯.৩০ টায় শহিদ এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি চত্বরে জেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক আয়োজিত র্যালিতে অংশ নেন। পরবর্তীতে তিনি সকাল ১০.০০ টায় মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম হতে ভার্চুয়ালি যোগ দেন।
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।