পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:” সময়ের অঙ্গিকার- কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেলা ১১.৩০ মিনিটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনাতয়নে মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, দি হাঙ্গার প্রজেকক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী আছির উদ্দীন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন,আজকের কন্যাশিশু আগামীদিনের ভবির্ষ্যত। একটা ছেলে সন্তানের মতো যদি আমরা কন্যাসন্তানকে যত্নসহকারে লালন-পালন করি তাহলে এই কন্যাশিশু আগামীদিনে দেশের একটি রত্ন হয়ে বাবা-মা, আত্নীয়-স্বজন, এলাকা তথা পুরো দেশের মূখ উজ্জল করবে। সেজন্য আমাদের উচিৎ কন্যাশিশুদের অবহেলা না করে মানুষের মতো মানুষ হিসাবে তৈরী করা।