অভিযোগ বার্তা ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী পল্লী মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির আক্রমনে ছমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ আগস্ট) দুপুরের কোন এক সময় বন্যহাতির আক্রমণে এই ঘটনাটি ঘটে। এতে হাতি আতংকে রয়েছে ওই এলাকার মানুষ জন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার মায়াঘাসি গ্রামের বৃদ্ধ কৃষক ছমেদ আলী মায়াঘাসি পাহাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরেননি। পরে বাড়ির লোকজন তার সন্ধানে সন্ধ্যায় পাহাড়ে খোঁজতে গেলে পাথরছিলা পাহাড়ে হাতির পদপিষ্ট অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান। পরে রাত দশটার দিকে ওই মৃতদেহ উদ্ধার করে বাড়ী আনা হয়। ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতির পাল অতর্কিত তার উপর আক্রমণ চালিয়ে পদদলিত করে হত্যা করে। রক্তাক্ত মুখ থেতলানো অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত কয়েকদিন যাবত ভারতীয় বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহীন জঙ্গলে অবস্থান করছিল। প্রায়ই বন্যহাতির দলটি নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনগণের জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি করছে।