মোঃ জুলহাস উদ্দিন হিরো,বিশেষ প্রতিনিধি,শেরপুর।
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ( ৩০ মে ) রোববার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে শহরের শহীদ মিনার সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে দলটি।
আলোচনা সভায় শহর আহবায়ক শফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন, উপজেল বিএনপির যুগ্ন আহবায়ক দুলাল হোসেন, উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, শহর বিএনপির যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম,
আলী আকবর চান্দু, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবু রায়হান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার,শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক অনিক সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আত্মার শান্তি ও মাগফেরাত কামনা সহ খালেদা জিয়া, তারেক রহমানের দির্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আব্দুল্লাহ।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, ওলামা দল, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।