এ জেড সুজন মাহমুদ,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরের প্রত্যন্ত চরাঞ্চলের একটি গ্রাম চর দক্ষিন লালপুর। মূল ভু-খন্ডের অনেক সুবিধা থেকেই বঞ্চিত এখানকার মানুষ। প্রতিকুল পরিবেশের এসব লড়াকু মানুষের পাশে দাঁড়িয়েছে সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশন।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পদ্মার চরে ফাউন্ডেশনটির উদ্যোগে প্রাকীর্তি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আলোর দরজা শিশু বিদ্যানিকেতনের ক্ষু্দে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।
এসময় বিদ্যালয়টির সভাপতি ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, জাতীয় সাংবাদিক সংস্থার নাটোর জেলা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন, সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাদিক রায়হান অপু, লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য, ফারহানুর রহমান, সজিবুল ইসলাম হৃদয় প্রমূখ।
শীতবস্ত্র বিতরন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা তার ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিশুতোষ বই ও শীতকালীন প্রশাধনী হিসেবে ভ্যাজলিন ও লোশন উপহার দেন।