তৈয়ব উল্লাহ সিকদার বাবু কক্সবাজার জেলা প্রতিনিধি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আছারতলী সীমান্তের মিয়ানমারে কয়েক কি:মি’ বিতরে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামের এক রোহিঙ্গার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত আবদু্ল কাদের ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে। বিস্ফোরণের শিকার ব্যক্তির স্বজন মো: হোসেন জানান, সীমান্তের মিয়ানমারের বিতরে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। তিনি এখন হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সীমান্তের কাছে গেলে এক রোহিঙ্গা মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।