মো গোলাম কিবরিয়া নড়াইল জেলাঃ
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নড়াইল জেলা শাখার উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে জেলার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে। সবুজ আন্দোলন নড়াইল জেলা শাখার আহ্বায়ক এ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নাহিদ কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিয়া ইসলাম। বিশেষ অতিথি আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক মলয় নন্দী, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ কামাল মেহেদী, পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন শিকদার, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম সমাজ, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোঃ গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সকলের উচিত জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সাধারণ মানুষের কাছে যাওয়া। বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা সচেতন মানুষকে উদ্বুদ্ধ করা। সবুজ আন্দোলনের যে উদ্যোগ তা অত্যন্ত প্রশংসনীয়। আগামীতে কয়েক হাজার গাছের চারা রোপন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে সাধারণ জনগণ ও শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।