ফরিদপুর প্রতিনিধিঃ জাকির হোসেন
ফরিদপুরের নগরকান্দায় দেশীয় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুধবার (০৩ আগষ্ট) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানের অংশ হিসেবে উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া ও ফুলসুতি বিলে দেশীয় মাছ ধরা প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা মুল্যমানের প্রায় ৩ হাজার মিটার দৈর্ঘ্যের ৬০ টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করার পর তা ধ্বংস করেন নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার এস আই শুকুর আলী ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা।
এ সময় মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, দেশীয় মাছ সংরক্ষণে আমাদের এ অভিযান নিয়মিত চলবে।