দৌলতপুর সীমান্তে লাখ টাকার পিস্তল ও গুলি উদ্ধার
মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে লাখ টাকার ২টি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল ১৫৫/১-এস সীমান্ত পিলার হতে ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মোহাম্মদপুর মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা অস্ত্রের মূল্য ২ লাখ টাকা নির্ধারণ করে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।