দৌলতপুর সীমান্তে ইয়াবা সহ ভারতীয় নাগরিক আটক
মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়াপ্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১৯০ পিস ইয়াবা ও ভারতীয় ১০০রপি সহ জিল্লার মন্ডল হিটলার (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত সাড়ে টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ ভারতীয় মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক জিল্লার মন্ডল হিটলার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার রায়পাড়া গ্রামের সামাদ মন্ডলের ছেলে। বিজিবি সূত্র জানায়, ৮৪/২-এস সীমান্ত পিলার হতে ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চরচিলমারী বিওপি’র টহল দল ডিগ্রিরচর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ও ভারতীয় ১০০রপি সহ জিল্লার মন্ডল হিটলার নামে ভারতীয় ওই মাদক পাচারকারীকে আটক করে। পরে উদ্ধার করা মাদকের মূল্য ৫৭ হাজার ১০০ টাকা নির্ধারন করে মাদক সহ আটক ভারতীয় নাগরিককে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় মামলা হয়েছে।