কুষ্টিয়া প্রতিনিধিঃ মোঃ জিয়াউর রহমান
কুষ্টিয়া দৌলতপুর দেওয়ানি আদালত পরিদর্শন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটে সহকারী জজ আদালতে পৌঁছিলে
তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আফরোজ খসরু, অফিসার ইনচার্জ মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ এ সময় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের বিচারপতি মোস্তাফিজুর রহমানের সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দৌলতপুরে আদালতে পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং তিনি সালাম গ্রহণ করেন।
তিনি আদালতে প্রবেশ করলে অভ্যর্থনা জানান সিনিয়র সহকারী জজ শাহীন আলম। পরে আদালত পরিদর্শন করেন ও কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন।