দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: দোয়ারাবাজারে র্যাবের অভিযানে ভারতীয় বিস্কুট ও কসমেটিকসহ ফুলমিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় বোগলাবাজার থেকে ৪৫ কাটুন বিস্কুট এবং 8 কাটুন কসমেটিকসহ ওই যুবককে আটক করে র্যাব। র্যাবের হাতে আটক ফুলমিয়া উপজেলার বাগানবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। শনিবার সকালে দোয়ারাবাজার থানায় আটক যুবককে হস্তান্তর করে র্য্যাব। স্থানীয়রা জানান, বোগলাবাজার ইউনিয়নে বাগানবাড়ি রিংকু বর্ডারহাট চালু হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে চোরাই সিন্ডিকেট। শুল্ক ফাঁকি দিয়ে স্থানীয় একটি চিহ্নিত গ্রুপ প্রতিনিয়ত চোরাকারবারের সঙ্গে জড়িত রয়েছে। প্রতি বৃহস্পতিবার হাট বসলে ওই চক্র শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মালামাল নিয়ে আসছে। ইতোমধ্যে দোয়ারাবাজার থানায় ৫ টি মামলা রয়েছে। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, সীমান্তে চোরাকারবার প্রতিরোধ করতে পুলিশ সচেষ্ট রয়েছে।