সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বের জেরে বড়ভাইয়ের আঘাতে ছোটোভাই হিরন মিয়ার (৪২) মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের সুরুজ আলীর তিনপুত্রের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিহতের মেঝো ভাই মাছ ধরতে ছিলেন এসময় বড়ভাই রিপনমিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম এতে বাধা দেন। এ ঘটনায় তিন ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ছোট ভাই হিরন মিয়া বড়ভাইয়ের স্ত্রী রোকসানা বেগমকে কাটের টুকরো দিয়ে আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েন। পড়ে তিন ভাই ও তাদের স্ত্রীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় নিহতের বড়ভাই রিপন মিয়া লোহার সাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়ার পেটে আঘাত করলে মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।