1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দোয়ারাবাজারে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুল খালেককে শুভেচ্ছা ত্রি-নয়ণী যুবসংঘের - Barta24TV.com
রাত ১২:৫৯, সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুল খালেককে শুভেচ্ছা ত্রি-নয়ণী যুবসংঘের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২
  • 284 Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জেলা পরিষদের নবনির্বাচিত ১১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল খালেককে শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজার ত্রি-নয়ণী যুব সংঘের নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয়ে শুভেচ্ছা ক্রেষ্ট এবং ফুল দিয়ে বরণ করেন সংগঠনের মন্দির পরিচালনা কমিটির সভাপতি সজীব দাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, তপন সরকার তপু, শৈলেন চন্দ্র দাস, আফছার উদ্দীন, মনধন দাস, বিশ্বজিৎ দাস, বাচ্চু চক্রবর্তী, বিশ্বজিৎ দাস বিশ্ব, অপু দাস, বিকাশ দাস প্রমুখ। এসময় নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক বলেন, ভোটারগণ আমাকে বিপুল ভোটাধিক্যে বিজয়ী করেছেন। সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। উপজেলাবাসীর উন্নয়নে নিজেকে সবসময় নিবেদিত রাখবো। সকলের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category