দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যথলেটিকস প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবুল মিয়ার সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জেলা পরিষদের সদস্য ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম , পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ ,পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সাফিউল আলম, প্রমুখ।
উপজেলায় বিভিন্ন ইভেন্টে ১০ টি মাধ্যমিক স্কুল ও ৪ মাদ্রাসা এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিকালে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।