ইয়াছিন আলী খান দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি।
দোয়ারাবাজারে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (2রা অক্টোবর ) বিকালে উপজেলার দোহালীয়া ইউনিয়নের ও পান্ডার গাঁও ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা ও থানার এস আই মোঃ শরিফুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আম্বিয়া আহমদ দোয়ারাবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন উপদেষ্টা মোঃ বজলুর রহমান সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। দোহালীয়া ও পান্ডার গাঁও ইউনিয়নর সুজা কমিটির আয়োজনে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।