সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
তালার মুড়াগাছায় বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন মিটারের নিচ থেকে অবৈধভাবে চোরাই লাইন নিয়ে বাড়ি সংস্কারের কাজ করার সময় হাতেনাতে ধরে ফেলেছে পল্লী বিদ্যুতের লোকজন। বেশ কয়েকদিন যাবত অবৈধভাবে চোরাই সংযোগ নিয়ে এই চরম অন্যায় অপরাধ কাজটি করছিল তালা উপজেলার মুড়াগাছা গ্রামের মৃত নাসির উদ্দিন শেখের দ্বিতীয় পক্ষের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য আজহারুল ইসলাম টুটুল ও তার মা রেবেকা সুলতানা। বকেয়া বিলের জন্য বেশ কিছুদিন পুর্বে মৃত পিতা নাসির উদ্দিন শেখের নামিয় মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে পল্লীবিদ্যুৎ। পরিবারের ওন্য সদস্যরা বারবার বিল দেয়ার কথা বললে বিভিন্ন ভাবে ধমক দিয়ে আসছিল আজহারুল ও তার মা রেবেকা সুলতানা। কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে এসে আজহারুল বাড়ির ওন্য পাশে সদর করার জন্য ও সংস্কারের জন্য কাজ শুরু করে। বাড়ির ওন্য পাশে সদর তৈরির জন্য দশ ইঞ্চি দেয়াল কেটে কয়েকটি দরজা জানালা তৈরীর প্রয়োজন পড়ে। এই দেয়াল কাটার জন্য এবং ওন্যান্য কাজে আজহারুল ৭-৮ দিন যাবত মিটারের নিচ থেকে অবৈধভাবে চোরাই সংযোগ নিয়ে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করে আসছিল। এছাড়া নতুন বাথরুম তৈরি, পানির লাইন, দেয়াল ছিদ্র সহ বিভিন্ন কাজে অবৈধ সংযোগ নিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে আসছিল। এমতাবস্থায় ইং (২৭) আগষ্ট ২০২২ তারিখ আনুমানিক দুপুর ( ১) টার সময় সংবাদ পেয়ে পল্লীবিদ্যুতের লোকজন অবৈধ সংযোগ থেকে কাজ চলাকালীন অবস্থায় এসে হাতেনাতে ধরে ফেলে। এসময় পল্লী বিদ্যুতের লোকজন মিটারের নিচে লাগানো অবৈধ সংযোগের কিছু অংশসহ মিটার ও সার্ভিস তার জব্দ করে নিয়ে যায়। দেশে বিদ্যুতের এই চরম মুহূর্তে একজন সরকারি চাকরিজীবী হয়ে এভাবে বিদ্যুৎ চৃরি করে আজহারুল চরম শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে মনে করছেন সকল শ্রেণীর মানুষ। এবিষয়ে জানতে চাইলে পল্লীবিদ্যুৎ তালা শাখার এজিএম লিটন চন্দ্র দে বলেন, সংযোগ বিচ্ছিন্ন মিটারের নিচ থেকে অবৈধ সংযোগ গ্রহীতা তিনটি মারাত্মক অপরাধ করেছেন, এবিষয়ে পল্লী বিদ্যুৎ বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।