1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ডাকটিকিট দিবস আজ। - Barta24TV.com
বিকাল ৩:২৯, সোমবার, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডাকটিকিট দিবস আজ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৯, ২০২২
  • 216 Time View

 

ফিরোজ মাহমুদ রংপুর।।

আজ ডাকটিকিট দিবস

প্রতিবছর ২৯ জুলাই এই দিবসটি পালিত হয়ে থাকে।

বাংলাদেশের ডাকটিকেট প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালের ২৬ জুলাই।

বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই ডাকটিকিটের প্রচলন ঘটে।

১৯৭১ সালের ২৯ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ নামে প্রথম ৮টি ডাকটিকিট প্রকাশিত হয়।

 

এদিন বাংলাদেশের প্রথম ৮টি ডাকটিকিট ও ফাস্ট ডে কাভার বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশ উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে।

আটটি ডাকটিকিট বিশিষ্ট্য প্রতি সেটের মূল্য ছিল ২১ টাকা ৮০ পয়সা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category