মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ; ঠাকুরগাঁওয়ের পৌরসভার ১০ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। ১ জুন বুধবার প্রথমে গোবিন্দনগরস্থ পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ও পরে শহরের চৌরাস্থায় ২ ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ চাই” এই শ্লোগানে ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা, পৌর আ’লীগের সভাপতি একরামুল হক একরাম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর রুনা লায়লা, জেলা সিপিবি’র সভাপতি ইয়াকুব আলী, স্থানীয় ব্যবসায়ি ও সমাজসেবক ইকবাল জাহাঙ্গীর রাজা, স্থানীয় ব্যবসায়ি ও সমাজসেবক মানিক হোসেন প্রমুখ। বক্তরা পৌরসভার ১০ নং ওয়ার্ড এলাকায় আশংকাজনকহারে মাদক বিক্রির প্রতিবাদ জানান। সেই সাথে মাদক বিক্রি বন্ধে ও ব্যবসায়িদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।