মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা মাদ্রাসা বাজার রাস্তায় অভিযান চালিয়ে গাজা ও ইয়াবাহ মাদক ব্যবসায়ী রায়হান (২০) কে আটক করে স্থানীয় থানা পুলিশের নিকট সোপদ করেছে। বিজিবি’র সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রতনদীঘি গ্রামের মকসেদ আলীর ছেলে মাদক কারবারী রায়হান সীমান্ত এলাকা হতে মাদক কেনে মটরবাইক যোগে গত সোমবার বিকাাল ৪টা ১০ মিনিটে বাড়ী ফেরার পথে উপজেলার নাগরভিটা সীমান্তর ৩৭৮ মেইন পিলারের ১৫ শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে মাদ্রাসা বাজারে এসে পৌছালে নাগরভিটা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যদের সন্দেহ হললে তার মোটরবাইকটি গতিরোধ করাে। পরে বিজিবি’র টহলদল রায়হানের শরীর তল্লাশী করে ৫ গ্রাম গাজা ও ৫ পিস ইয়াবাহ উদ্ধারের পর তাকে আটক করে তার ব্যবহিত এ্যাপাচি মোটরবাইক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে। সন্ধ্যায় আটককৃত মাদক ব্যবসায়ী রায়হানকে স্থানীয় থানা পুলিশের নিকট সোপর্দ করে। এব্যাপারে নাগরভিটা বিজিবি ক্যাম্পের নায়েক শামীম বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী রায়হানকে আসামী করে স্থানীয় থানায় মামলা দায়ের করে। এবিষয়ে নাগরভিটা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সোহরাব আলী বলেন, বিজিবি’র পক্ষ থেকে চোরাচালান অভিযান চলমান থাকায় এ অভিযান পরিচালনায় সফল হয়েছি। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম নিকট জানতে চাওয়া হলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।