1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের বিভিন্ন নেটওয়ার্ক কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় । - Barta24TV.com
রাত ১১:০০, রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের বিভিন্ন নেটওয়ার্ক কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২
  • 123 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;
ঠাকুরগাঁও জেলায় আদিবাসী ও দলিতদের উপজেলা পর্যায়ে বিভিন্ন নেটওয়ার্ক কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ জুলাই বুধবার বিকেলে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা অফিস চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেক্স/ইপারের সহযোগিতায় মতবিনিময় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মোঃ সেরাজুস সালেকিন, জাতীয় আদিবাসি পরিষদের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, জেলা এনএনএমসির সদস্য মোঃ আশরাফ হোসেন, উপজেলা এনএনএমসির সদস্য মাহাবুবুর রশিদ, আদিবাসী নেতা আমরুস মিন্জ, দলিত নেতা রাজু বাঁসফোর, ওঁড়াও ছাত্র নেতা প্রিনস লুকাস মিন্জ, সিকিম পাহান, ফান্সিস হেমব্রম, মারিয়া হাসদা, সাথী রানী, সভায় দশটি গ্রাম উন্নয়ন কমিটির গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে নেটওর্য়াকের সদস্যদের সাথে আলোচনা করা হয়। আদিবসাীদের শ্মশান, বিদ্যুতের পিলার, মাদক নিরসন, শিক্ষাসহ বিভিন্ন সমস্যা আগামী তিন মাসের মধ্যে সমাধানের পরিকল্পনার বিষয় উঠে আসে মতবিনিময় সভায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category