মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও মোছা: তাসফিয়া আক্তার (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার হয়নি। প্রথমে থানায় সাধারণ ডায়েরী ও পরে অপহরণের মামলা দায়ের করা হলেও এখনও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। মামলার বিবরণে জানা যায়, রানীশংকৈল উপজেলার কাশিপুর আরাজীচন্দন মালিবস্তির মো: সাহেব আলীর মেয়ে মহারাজা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী গত ২১ জুলাই সকালে বাড়ি থেকে নেকমরদের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাখোজির পর না পেয়ে রানীশংকৈল থানায় সাধারণ ডায়েরী করেন। ৩ দিন পর সাহেব আলী জানতে পারেন তার মেয়েকে ঐ দিন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সাথে সাথেই মিঠু (২২) নামে এক যুবক দলবল নিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে ২৪ জুলাই তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় রানীশংকৈল উপজেলার কাদিহাট পাটশ্রী গ্রামের নজিরের ছেলে মো: মিঠু (২২), মো: শুভ (২১), মৃত আব্দুলের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৪৫), ইসলামের ছেলে মো: নাজিম (২০) রানীশংকৈল উপজেলার আরাজী চন্দনচহট টাঙ্গাগজ গ্রামের ইসলামের ছেলে মো: হাসিম (২০) কে আসামী করা হয়। ঐ শিশুর পিতা মো: সাহেব আলী বলেন, আমার মেয়েকে উদ্ধারের জন্য পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও মেয়ের কোন সন্ধান পাইনি। মামলার তদন্তকারী কর্মকর্তা রানীশংকৈল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ফনি ভুষণ রায় বলেন, ঐ ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।