1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা আহত-২ জন - Barta24TV.com
রাত ৯:১৬, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা আহত-২ জন

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৩, ২০২২
  • 182 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় স্বজল কুমার চৌধুরী নামে এক ব্যক্তি বায়নানামাকৃত জমির দখল বুঝে নিতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
গত শনিবার গড়েয়া চোঙ্গাখাতা মৌজায় ঐ জমির মূল মালিকদের কাছ থেকে বুঝে নিতে গেলে চাদা না পেয়ে স্থানীয় একদল দৃবত্ত হামলা চালিয়ে স্বজল কুমার চৌধুরীকে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার স্বজল কুমার চৌধুরী বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ৯০ থেকে ১শ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, ঐ দিন গড়েয়া চোঙ্গাখাতা মৌজার ৬৪৫, ৬৪৬ নং দাগে মোট ১ দশমিক ৬০ একর জমি বায়নানামা সূত্রে মালিক হয়ে বুঝে নিতে যান স্বজল কুমার চৌধুরী। এ সময় ঐ জমিকে মাঠ উল্লেখ করে স্থানীয় একটি চক্র ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুবৃত্তরা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে স্বজলকে গুরুতর আহত করে। এ সময় ৪টি মোটর সাইকেল ও মাহিন্দ্র ট্রাক্টর ভাংচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধাণ করে। স্থানীয়রা স্বজল ও তার ব্যবসায়িক পাটনার ফখরুল ইসলাম জুয়েলসহ অন্যান্যদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। এ মামলায় আসামীরা হলেন— গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের মো: সোহেল শাহ্ (৪৩), মো: আমিরুল ইসলাম ওরফে আমিন (৫৮), বেলাল খাঁন (৫২), জাকির হোসেন খান (৪২), বালেক মিয়া (৫৫), অপূর্ব (২৫), আজিজার (৩৫), প্রবিন চন্দ্র দাস (২৫), সুমন (২২), সাজু ইসলাম (২৫), বিশাল চন্দ্র দাস (২৭), আকাশ চন্দ্র দাস (২০), রাজ কুমার, ফেলাই বেগম (৫০), হোসেনা বেগম (৫৫), মিজানুর রহমান বাবলু (৫০) সহ অজ্ঞাতনামা ৯০ থেকে ১শ জন

Please Share This Post in Your Social Media

More News Of This Category