মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পৌরশহরের এনামুল পাম্পের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরশহরের নিশ্চিন্তপুর শাহাপাড়া গ্রামের মৃত সিরাজের ছেলে আসাদ (৩০) ও একই গ্রামের রাশেদুল ইসলাম (৪০)। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। দুইজন মোটরসাইকেল আরোহী পাম্পে তেল নেওয়ার জন্য যাচ্ছিলেন। ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন