মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে তাহের ইসলাম (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি মৃত্যু হয়েছে।
১৬ আগস্ট মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা ৮ নং রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহের ইসলাম ওই এলাকার ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে তাহের ইসলাম বাড়ির পাশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প গভির নলকূপ ১৯৮ এর পল্লী বিদ্যুতের মেন লাইন বন্ধ করে বৈদ্যুতিক টেনাস মিটারের লাইন এর কাজ করতে গিয়ে পিলারে সে বিদ্যুৎতাড়িত হয়। এ সময় প্রতিদর্শী আরিফ জানান হঠাৎ একটি শব্দ শুনে আমি দেখতে পাই যে তাহের ইসলাম বিদ্যুতি স্পর্শ হয়ে। এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা শুনে তার মা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৮ নং রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বিষয়টি নিশ্চিত করে বলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহের ইসলাম নামে এক ইলেকট্রিক মিস্ত্রি মৃত্যু হয়েছে।